প্রতিনিধি ৩ নভেম্বর ২০২৪ , ৩:৩৪:৪৮ প্রিন্ট সংস্করণ
লক্ষ্মীপুরের রায়পুরে সনাতনী সেবা সংঘের মহিলা ইউনিট গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা করেছে রায়পুর সনাতনী সেবা সংঘ ।
শনিবার (০২নভেম্বর) বিকাল রায়পুর পৌর শহরের পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের একটি শ্রেণির কক্ষে রায়পুর উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি হিতেন্দ্র চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী ও রায়পুর সনাতনী সেবা সংঘের সভাপতি সুবাস রায়।
সনাতনী সেবা সংঘের সাধারণ সম্পাদক সাংবাদিক সুদেব কুরী সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদি কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক ড.আশরাফুল আলম জিমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক শংকর মজুমদার,লোকনাথ সেবা সংঘের সভাপতি উত্তম সাহা,রায়পুর পৌর মহা শ্মশান কমিটির সাধারণ সম্পাদক উত্তম রায়,দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মুকুল পাটোয়ারী,মিন্টু দাস প্রমুখ।
উল্লেখ্য গত শারদীয় দূর্গোউৎসব উপলক্ষে প্রায় তিন শতাধিক অসহায় মানুষদের মাঝে শারদীয় উপহার সামগ্রী বিতরণ করা হয়।
মতবিনিময় সভা শেষে ৬০জন মহিলা সদস্যদের মাঝে শুকনো খাবার এবং ১০ জনের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয় ।