লক্ষ্মীপুর প্রতিনিধি ২ অক্টোবর ২০২৫ , ৪:১৭:১৭ প্রিন্ট সংস্করণ
লক্ষ্মীপুরের রায়পুরে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে রায়পুর সনাতনী সেবা সংঘের উদ্যোগে সনাতনী সম্প্রদায়ের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের (২০০জন) মাঝে বস্ত্র বিতরণ করা হয়।রায়পুর সনাতনী সেবা সংঘ ৬ষ্ঠ বারের মত এই আয়োজন করে।পৌর শহরের রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে বস্ত্র বিতরণ করা হয়।
পৌরসভাসহ কয়েকটি ইউনিয়নের সনাতনীদের মাঝে এ সহায়তা প্রদান করা হয়। পৌরসভায় তিনটিসহ উপজেলার ১৩টি মন্দিরে দুর্গাপূজা আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি রায়পুর বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ইব্রাহিম খাঁন বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব উদযাপন করবেন শান্তিপূর্ণভাবে এটাই আমাদের চাওয়া। আমাদের সমাজিক সংগঠন সবসময়ই ধর্ম–বর্ণ নির্বিশেষে জনগণের পাশে ছিলো, আছে এবং থাকবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, শিবু বনিক ও সঞ্চালনা করেন সমাজ সেবক সুভাষ রায় ও সাংবাদিক সুদেব করী।।
অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলার হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক এড. মিলন মন্ডল, রায়পুর পৌর বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ডাঃ মুকুল মিয়াজি, রায়পুর বাজার ব্যাবসায়ী ঐক্য পরিষদ সাধারন সম্পাদক নবীন ভুইয়া, শিক্ষানুরাগী উত্তম কুমার রায়, উত্তম বনিক(ভোলন), বিদ্যুৎ পাল, উত্তম মজুমদার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

















