প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২০ , ৫:০৫:৩৪ প্রিন্ট সংস্করণ
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন আ’লীগ নেতা আবুল কালাম আজাদ হৃদয়। আগামী ২৯ অক্টোবর রায়গঞ্জ উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে রায়গঞ্জ প্রেসক্লাবে সোমবার সকাল ১১টায় এই মতবিনিময় করেন তিনি। তিনি মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী সংগঠন হিসেবে বর্তমান আ’লীগকে মূল ধারায় ফিরিয়ে নিতে সাংবাদিকদের মাধ্যমে কাউন্সিলরসহ সংশ্লিষ্ট সবার প্রতি সহযোগিতা কামনা করেন।
রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি টি, এম, কামরুজ্জামান লাবুর সভাপতিত্বে সম্পাদক কে এম রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রায়গঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাকের রায়গঞ্জ সংবাদদাতা দীপক কুমার কর, রায়গঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটের সভাপতি সুব্রত কুমার ঘোষ তাপস, রায়গঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আতিক মাহমুদ আকাশ, এইচ এম মোনায়েম খান, অর্থ সম্পাদক হাসানুজ্জামান সুলতান, সদস্য ফজলুল হক খান, সাজেদুল আলম, রিপোর্টার্স ইউনিটি’র সাধারন সম্পাদক রুহুল আমিন বকুল প্রমুখ ।