প্রতিনিধি ২১ নভেম্বর ২০২০ , ৫:৫১:৩১ প্রিন্ট সংস্করণ
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে চোরাই মালসহ ৩ চোরকে আটক করেছে রায়গঞ্জ থানা পুলিশ। রায়গঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রায়গঞ্জ থানার এসআই খোরশেদ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে বাশুড়িয়া গ্রামে অভিযান চালায়। এ সময় ঐ গ্রামের নজরুল ইসলামের পুত্র মো. হাবিব (৩৫) কে আটক করে গত শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ জেল হাজতে প্রেরণ করেছে। গ্রেফতারকৃত হাবিবের স্বীকারোক্তি মোতাবেক উপজেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বৈকন্ঠপুর গ্রামের নাজিম উদ্দীনের পুত্র মো. আব্দুস সালাম(৫৫), ঘুড়কা গ্রামের শ্রী অমূল্য চন্দ্র দাসের পুত্র স্ত্রী মুক্তা কুমার দাস(৩২) কে আটক করে চোরাই মালামাল উদ্ধার করে। আটক ৩ জনকে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে আদালতে প্রেরন করা হয়েছে।