রাজশাহী

রায়গঞ্জে স্বাস্থ্যসামগ্রী বিতরণ

  প্রতিনিধি ৩০ জুন ২০২০ , ৭:১৯:৩২ প্রিন্ট সংস্করণ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে ৯নং ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় কোভিড-১৯ উপলক্ষে স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টার দিকে ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্বাস্থ্য সামগ্রী বিতরণ পূর্ববর্তী আলোচনা সভায় সভাপতিত্বে করেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান গোলাম ছরওয়ার লিটন। ইউপি সদস্য আকবার আলীর স ালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুবির কুমার দাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সচিব মো. হাফিজুর রহমান, ইউনিয়ন ট্যাগ অফিসার সহকারী শিক্ষা অফিসার তারিকুল ইসলাম, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, আলা-উদ্দিন প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ এলজিএসপি-৩ প্রকল্পের ৬০ হাজার টাকা বরাদ্দে ২ শ পরিবারের মাঝে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য সামগ্রী বিতারণ করেন।

আরও খবর

Sponsered content