প্রতিনিধি ২ জুলাই ২০২০ , ৮:৪৪:৫৪ প্রিন্ট সংস্করণ
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ২০২০-২১ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে পৌর কার্যালয়ের হলরুমে আয়োজিত বাজেট অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র আব্দুল্লাহ আল-পাঠান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ এমপি। সভায় পৌর সচিব আশরাফুল ইসলাম ২১ কোটি ৩৬ লক্ষ ৬০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কমান্ডের সভাপতি ও সাংবাদিক কে.এম রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, কাউন্সিলর সুলতান মাহমুদ প্রমুখ।