চট্টগ্রাম

রায়পুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরিবারের দাবি আত্মহত্যা 

  প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২০ , ৪:৪০:১৭ প্রিন্ট সংস্করণ

রায়পুর প্রতিনিধি:

বুধবার(২৮ অ‌ক্টোবর) সকা‌লে পৌরসভার ২নং ওয়া‌র্ডের বয়াতি বাড়িতে এ ঘটনা ঘটে। সকালে ঘরে ঝু‌লে থাক‌তে দে‌খেন নিহত মহিলার স্বামী কিরন। কির‌নের বা‌ড়ি রায়পুর হায়দরগঞ্জ এলাকায় এবং তার স্ত্রীর বাড়ী দূর্গাপুর এলাকায়। সু‌মির দুই সন্তান বড় ছে‌লে রিপাত এবং ছোট এমরান।

স্থানীয় সূ‌ত্রে জানা গেছে, কিরন দুই বছর ধরে জসিম উ‌দ্দি‌নের বাড়ি‌তে ভাড়া থাকেন। সপ্তাহে ছয় দিন এনজিও সমিতির কিস্তি ৩৭০০ টাকা এবং সাথে আছে সূদ। কিস্তি না দেয়ায় সমিতির কর্মকর্তার জ্বালাতন সহ্য করতে না পেরে আত্নহত্যা করেন তিনি।

পৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মিজানুর রহমান বলেন, আমি জরুরী কাজে ঢাকা যাচ্ছি , চাঁদপুর আসার পর খবর পেয়েছি। শুনেছি পুলিশ লাশ নিয়ে গেছে।

রায়পুর থানার ওসি আবদুল জলিল ভোরের দর্পণকে বলেন, এ ঘটনায় সুমির মা রায়পুর থানায় একটি মামলা করেছেন। লাশ ময়না তদ‌ন্তের জন্য পাঠানো হয়েছে, আত্মহত‌্যা না‌কি হত‌্যা রিপোর্ট আস‌লে জানা যা‌বে।

আরও খবর

Sponsered content