প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২০ , ৬:৪৮:৪১ প্রিন্ট সংস্করণ
রায়পুর,লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর ৩ নং চরমোহনা ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের সাহাদুল্লা আটিয়া বাড়ীর মোস্তাফা গং, ও মতিন গংদের মধ্যে দীর্ঘ দিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছে, গত ২৭ এ নভেম্বর রাত আনুমানিক ১১. ঘটিকায় সময় হঠাৎ করে পরিকল্পিত ভাবে মতিন গংরা মোস্তাফা গংদের উপর অতর্কিত হামলা করে বসতঘর ও রান্নাঘর ভাংচুর করে, এসময় মহিলারা বাধা দিতে গেলে মহিলাদের উপরও হামলা করে। তারা লাটি, লোহার রড, দেশিয় অস্র ও ধারালো দাও দিয়ে পিঠিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে আহত করে। মারাত্মক আহতরা হলেন নুরজাহান বেগম (৩৫),ফরিদা বেগম(৪৫),মোছেনা বেগম(৫৫),আরিফ হোসেন(৩০), আহতদের আত্বচিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে রায়পুর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এর মধ্যে নুরজাহান নামে একজনের অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক প্রথমে লক্ষীপুরে পরে নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করেন। এই ব্যাপারে রায়পুর থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন মোস্তাফা মিয়ার লোকজন মারামারির বিষয়টা রাতে আমাকে জানিয়েছে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।