প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২০ , ৬:৪৪:৫১ প্রিন্ট সংস্করণ
রায়পুর প্রতিনিধি : ল²ীপুরের রায়পুরে এক অসহায় বৃদ্ধা মহিলার টাকা আত্বসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। ঘঠনাটি ঘটেছে রায়পুর উপজেলার ৬নং কেরোয়া ইউনিয়ন ২নং ওয়ার্ড মোল্লার হাট গ্রামে। সরেজমিনে গিয়ে জানা যায়, আবু আইয়ুব আনসারী নামের এক ব্যাক্তি থাকতো আরব আমিরিাতে, অবৈধ কার্যকলাপের অভিযোগে আমিরাত সরকার ২০১৭ সালে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়, কিছুদিন বাড়িতে বেকার থাকার পর শুরু হয় এলাকার মানুষকে ঠকানোর তার নতুন মিশন। মানুষকে বিদেশ নিবে বলে বিভিন্নজন থেকে টাকা নেওয়া শুরু করে। কিন্তু গত তিন বছরে কাউকে সে বিদেশ নেয়নি এবং যাদের কাছ থেকে টাকা নিয়েছে তাদের টাকাও ফেরত দেয়নি। সর্বশেষ অত্র এলাকার অসহায় বৃদ্ধা মহিলাকে ব্যবসা করে লাভের অংশ দেবে বলে ২০১৮ সালে তার কাছে থাকা বাবার বাড়ির সম্পত্তি বিক্রিকৃত ২ লক্ষ টাকা নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়। বৃদ্ধা মহিলা কুলছুম বেগম (ছদ্মনাম) বলেন, লাভের আশায় আমি তাকে টাকাগুলো দিয়েছি আর সে আমার সাথে প্রতারণা করে পালিয়েছে আমি লাভ চাইনা আমার ২ লক্ষ টাকা দিয়ে দিলেই হবে। এলাকা সুত্রে জানা যায়, এই টাকার জন্য অত্র এলাকার ইউপি সদস্য সিরাজুল ইসলাম শিপন মোল্লা ফোনে অভিযুক্তের সাথে কথা বলেল সে জানায় ২০১৯ সালের ডিসেম্বরে সব টাকা পরিশোধ করে দেবে কিন্তু এর পর ১০ মাস অতিবাহিত হলেও টাকা না দিয়ে তার মোবাইল বন্ধ করে রেখেছে যার কারনে যোগাযোগ করা যাচ্ছেনা। অসহায় মহিলা প্রশাসনের দৃষ্টি কামনা করে বলেন, আমার টাকা উদ্ধার করতে পারবে একমাত্র প্রশাসন তাই আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি।