চট্টগ্রাম

রায়পুরে রিপোর্টার্স ইউনিটির বার্ষিক নির্বাচন ২০২০ সম্পন্ন 

  প্রতিনিধি ১০ নভেম্বর ২০২০ , ১:৫৯:১২ প্রিন্ট সংস্করণ

রায়পুর, লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা রিপোর্টার্স ইউনিটির ২০২০ সালের বার্ষিক নির্বাচন সম্পন্ন করা হয়েছে। রায়পুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে ০৯/১১/২০ ইং রোজ সোমবার বিকেলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য জনাব সাখাওয়াত হোসেন আরিফ, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে ভোটাররা তাদের ভোট প্রধান করেছেন, এতে সভাপতি হিসেবে জয়লাভ করেছেন দৈনিক জনতা এর রায়পুর উপজেলা প্রতিনিধি পীরজাদা মাসুদ হোসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে জয়লাভ করেছেন দৈনিক মানব কল্যান পত্রিকার রায়পুর উপজেলা প্রতিনিধি মহিউদ্দিন মিলন। অনুষ্ঠানে ভোট গননা করে ফলাফল ঘোষণা করেন রায়পুর থানার অফিসার ইনচার্জ জনাব আব্দুল জলিল, এতে আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য জনাব মনজুর হোসেন সুমন, লক্ষ্মীপুর জেলা আওয়ামিলীগ সদস্য ও সাবেক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মিজানুর রহমান মুন্সী, রায়পুর প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুল আলম মিন্টু ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঢালী, রায়পুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু মুসা মোহন ও সাধারণ সম্পাদক আজম, দৈনিক ইনকিলাবের রায়পুর উপজেলা প্রতিনিধি  ও দৈনিক লাখো কন্ঠের স্টাফ রিপোর্টার প্রবিন সাংবাদিক জনাব হারুনুর রশীদ, বাংলাদেশ প্রতিদিনের রায়পুর উপজেলা প্রতিনিধি মোস্তফা কামাল , দৈনিক ভোরের দর্পণ রায়পুর উপজেলা প্রতিনিধি পীরজাদা ইমতিয়াজ উদ্দীন মিশরী, পৌর ছাত্রলীগের আহবায়ক রিজভী, যুগ্ম আহবায়ক তানভির, যুগ্ম আহবায়ক ফরহাদ নেওয়াল এবং রায়পুরের সকল সাংবাদিকগন।

আরও খবর

Sponsered content