প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২০ , ১০:৫২:১৩ প্রিন্ট সংস্করণ
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
গত বৃহস্পতিবার লক্ষ্মীপুর রায়পুর থানা পুলিশের বিশেষ অভিযানে রায়পুর পৌর শহরের জাইল্যা বাড়ীর সুপারির বাগান থেকে ২২০ পিস ইয়াবাসহ রায়হান কবির ভূঁইয়া নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ সুত্রে জানা যায়, কাঞ্চনপুর বকশী বাড়ির আবদুল মতিন এর ছেলে রায়হান কবির ভূঁইয়া (২৬) আনুমানিক দুপুর ২টার সময় মাদক লেনদেন প্রক্রিয়ার প্রাক্কালে গোপন সংবাদের ভিত্তিতে রায়পুর থানার অফিসার ইনচার্জ আবদুল জলিল এর নির্দেশনায় এস,আই নুরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল জলিল বলেন, এ ব্যাপারে রায়পুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।