ক্রিকেট

রিয়াদের ইমামতিতে মাঠেই নামাজ আদায় বাংলাদেশ দলের

  প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২১ , ৯:১০:০৯ প্রিন্ট সংস্করণ

যদিও সেটি ম্যাচের সময় নয়। বুধবার ইংল্যান্ডের বিপক্ষে সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। এই ম্যাচের আগে আজ (মঙ্গলবার) দুবাইয়ে অনুশীলন করেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদরা। এর মাঝেই নামাজ আদায় করেন ক্রিকেটাররা।

টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ইমামতিতে নামাজ আদায় করেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাঈম শেখ, রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও আফিফ হোসেন ধ্রুব।

বিশ্বকাপের প্রথম পর্বে স্কটল্যান্ডের কাছে হেরে যায় বাংলাদেশ। পরে অবশ্য পাপুয়া নিউ গিনি ও ওমানের বিপক্ষে জিতে সুপার টুয়েলভ নিশ্চিত করে টাইগাররা। তবে এই পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে ব্যাকফুটে আছে বাংলাদেশ।