প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২৩ , ৬:০৪:৫৫ প্রিন্ট সংস্করণ
মোঃশাহিন, রুপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নির্বাচনের আগে গুরুত্ব পাচ্ছে রূপগঞ্জ। তেইশের প্রথমদিন রূপগঞ্জ এসেছিলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই মাসে আবার রূপগঞ্জে আসবেন প্রধানমন্ত্রী। এবার রূপগঞ্জে এসে উন্নয়নের নতুন মাত্রাযুক্ত করবেন । আগামী ২৬ জানুয়ারি রূপগঞ্জের পিতলগঞ্জে মেট্টোরেলের ডিপো ও লাইন নির্মাণ কাজ উদ্বোধনের জন্য রূপগঞ্জ আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুত্রের খবর এদিন জনতা উচ্চ বিদ্যালয়ের পাশে এক জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রূপগঞ্জে প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ,বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, এমপি। ইতোমধ্যে দলীয় নেতাকর্মীদেরকে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন মন্ত্রী। প্রস্তুত হচ্ছে আওয়ামী লীগ , অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দলনেত্রীর আগমনের খবরে আনন্দিত তারা। এছাড়া নেত্রীকে ক্ষমতায় রাখার জন্য মাঠে কাজ করে যাচ্ছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী গোলাম মর্তুজা পাপ্পা। প্রধানমন্ত্রীর জনসভা সফল করার জন্য তিনিও প্রস্তুত হচ্ছেন