দেশজুড়ে

রূপগঞ্জে গ্রীন সিটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

  প্রতিনিধি ২০ মার্চ ২০২৫ , ৭:১৮:০৭ প্রিন্ট সংস্করণ

রূপগঞ্জে গ্রীন সিটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকার গ্রীন সিটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১৯মার্চ বুধবার রাত দুইটার দিকে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, গ্রীন সিটি মার্কেটের আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে মার্কেটের দুইটি ফার্নিচারের দোকান, ফার্নিচারের একটি কারখানা, স্যানিটারী মালামাল তৈরির কারখানা, ঝুটের গোডাউন, প্লাস্টিকের দোকান, মোটরপার্টস, কাপড়ের দোকানসহ ১৯টি দোকানের মালামাল সম্পূর্ন ভষ্মীভূত হয়। এদিকে ডেমরা ফায়ার সার্ভিসের এক ইউনিটের কর্মীরা ডেমরা সেতু এলাকায় যানজটে পড়ে ঘটনাস্থলে সময় মতো পৌঁছাতে পারেনি। তাতে আগুনে ক্ষতির পরিমাণ বেড়েছে।  

কাঁচপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, গ্রীন সিটি মার্কেটের অগ্নিকা- দুই ঘন্টা চেষ্টা চালিয়ে ভোর চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

আরও খবর

Sponsered content