দেশজুড়ে

রূপগঞ্জে বিএনপির নেতাসহ ৭৩ জনের নামে মামলা

  প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৩ , ৪:৪৫:৫৯ প্রিন্ট সংস্করণ

রূপগঞ্জে বিএনপির নেতাসহ ৭৩ জনের নামে মামলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হরতালের সমর্থনে মোটরসাইকেল পোড়ানোর ঘটনায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির ও দিপু ভুঁইয়াসহ ৭৩ জনকে আসামি করে মামলা করা হয়েছে। রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যায় আবু বক্কর সিদ্দিক নামের এক যুবলীগ কর্মী বাদী হয়ে রূপগঞ্জ থানায় এ মামলা করেন।

মামলার বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি এএফএম শাহেদ বলেন, শনিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কে আদুরিয়া এলাকায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল থেকে এক যুবলীগ কর্মীর মোটরসাইকেলে আগুন জ্বালিয়ে দেয় বিএনপি নেতাকর্মীরা। এ ঘটনায় মোটরসাইকেল মালিক আবু বক্কর সিদ্দিক নামের এক ব্যক্তি বাদী হয়ে একটি মামলা করেন।

কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির ও দিপু ভূঁইয়াসহ ৭৩ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর

Sponsered content