ঢাকা

রূপগঞ্জে বেশি দামে চাল বিক্রির অপরাধে দেড় লাখ টাকা জরিমানা

  প্রতিনিধি ২২ আগস্ট ২০২২ , ৬:৫০:৩৬ প্রিন্ট সংস্করণ

রূপগঞ্জ, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরবাজারে দুটি চাউলের আড়তে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। এসময় প্রদর্শিত মূল্য তালিকার চেয়ে বেশি দামে চাল বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২২ আগস্ট) দুপুরে অভিযানের নেতৃত্ব দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান।

তিনি জানান, বেশী মুল্যে বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় মুল্যের রশিদ দেখাতে না পারায় এবং প্রদর্শিত মুল্য তালিকার চেয়ে বেশী মুল্যে চাল বিক্রি করা এবং মুল্য তালিকা যথাযথ ভাবে প্রদর্শন না করার অপরাধে মেসার্স শফিকুল রাইস এজেন্সিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ৫০ হাজার টাকা, এবং মেসার্স যুগল টেডার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ৫০ হাজার টাকা ও ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। এসময় ক্যাব ‍ও পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন ।

আরও খবর

Sponsered content