প্রতিনিধি ১০ নভেম্বর ২০২০ , ২:৪২:১৯ প্রিন্ট সংস্করণ
ঈশ্বরদী ( পাবনা) প্রতিনিধি :
বাংলাদেশে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ১ এর উপকরণ ও নিয়ন্ত্রণ (আইএন্ডসি) ব্যাবস্থার আপার ইউনিট লেভেল সিস্টেম (ইউইউএলএস) এবং ও আপার প্লান্ট লেভেল সিস্টেম (ইউপিএলএস) অক্টোবর মাসের শেষের দিকে আর এফ এন সি এন আই আই আই এস (অয়াই সেদাকফ এর নামানুসারে) তে স্বীকৃতি পরিদর্শনে উত্তীর্ণ হয়েছে ।
স্বীকৃতি পরিদর্শনের কিমিটিতে আরএএসইউ জেএসসি এবং ভিপিও যেডএইএস প্রতিনিধিরা ছিলেন (কোম্পনীটি নিরাপত্তা সরঞ্জামের প্রস্তুত ও তদারকির দায়িত্বপ্রাপ্ত) । রসাটমের গণমাধ্যম এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বিশ্বজুড়ে মহামারীর ও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্যে আরএএসইউ জেএসসি কোম্পানী যন্ত্রাংশসমূহের পরীক্ষা-নিরীক্ষা দুই মাস আগে এটির টেস্ট সাইটেই সম্পন্ন করেছে।
আরএএসইউ জেএসসি এর প্রজেক্ট ম্যানেজার ইলিয়া লিতভিনভ বলেছেন, প্রজেক্টের সবার সমন্বিত প্রচেষ্টার ফলে আমারা আমাদের পরীক্ষা নিরীক্ষার কাজ ছয় মাসের পরিবর্তে চার মাসে শেষ করেছি । এ কাজে আমাদের প্রায় প্রতিদিনই, এমনকি ছুটির দিনেও কাজ করতে হয়েছে । সরঞ্জামসমূহ বাংলাদেশের পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে পাঠানোর জন্যে সম্পূর্ণভাবে প্রস্তুত।