ধর্ম

রোজা শুরুর সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

  প্রতিনিধি ৯ অক্টোবর ২০২৫ , ৪:০৯:৩৭ প্রিন্ট সংস্করণ

রোজা শুরুর সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

পবিত্র রমজান মাসের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, ২০২৬ সালের রমজান শুরু হতে পারে আগামী ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার থেকে। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির প্রাথমিক পূর্বাভাসে জানানো হয়েছে, আমরা বর্তমানে রমজানের থেকে প্রায় ১৩৯ দিন দূরে আছি।

সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেল ৪টা ০১ মিনিটে (ইউএই সময়) নতুন চাঁদ জন্ম নেবে। তবে সেদিন সূর্যাস্তের এক মিনিট পরই চাঁদ অস্ত যাবে, ফলে চাঁদ দেখা সম্ভব হবে না। এজন্যই বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি রমজানের প্রথম দিন হিসেবে ধরা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে সরকারি চাঁদ দেখা কমিটি। তিনি আরও জানান, আবুধাবিতে রমজানের শুরুতে রোজার সময়কাল থাকবে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট, যা মাসের শেষে বেড়ে হবে ১৩ ঘণ্টা ২৫ মিনিট। দিনের আলো শুরুর দিকে থাকবে ১১ ঘণ্টা ৩২ মিনিট, আর শেষে বাড়বে ১২ ঘণ্টা ১২ মিনিট পর্যন্ত।

আবহাওয়ার দিক থেকে শুরুতে আবুধাবিতে উত্তর দিকের ঠান্ডা বাতাসের প্রভাবে তাপমাত্রা থাকবে ১৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে রমজানের শেষের দিকে বসন্ত মৌসুমে পশ্চিমা বাতাস প্রবাহিত হলে তাপমাত্রা বেড়ে ১৯ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। আল জারওয়ান আরও উল্লেখ করেছেন, পুরো রমজান মাস জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেখানে গড়ে ১৫ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে।