প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২৪ , ৭:০২:৪৮ প্রিন্ট সংস্করণ
রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের চার্টার প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান এর পিতা আবুল কাশেমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং পরিবার।
সোমবার (৯ ডিসেম্বর) ভোর ৫.১০ মিনিটে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)।
গ্রেটার চিটাগাং পরিবারের পক্ষ থেকে পাঠানো এক শোক বার্তায় স্বাক্ষর করেন ক্লাবের প্রেসডেন্ট এস এম জমির উদ্দিন ও সেক্রেটারি ড. আয়েশা আফরিন।
শোক বার্তায় বলা হয়েছে, রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ সাবেক সেক্রেটারি, রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং এর চার্টার প্রেসিডেন্ট এবং দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের সাবেক সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান এর পিতার মৃত্যুতে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং গভীরভাবে শোকাহত।
শোক বার্তায় আরও বলা হয়েছে, চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়ন নিবাসী ও চট্টগ্রাম মহানগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির প্রবীণ বাসিন্দা আলহাজ্ব আবুল কাসেম ছিলেন একজন আকর্ষণীয় গুণাবলি সম্পন্ন ব্যক্তি। তার মৃত্যুতে সমাজ একজন মহান ব্যক্তিকে হারাল। আমরা তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি এবং পরম করুণাময়ের কাছে তার আত্মার মাগফেরাত ও চিরশান্তি কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতবাসী করুন।