প্রতিনিধি ২ জুলাই ২০২০ , ৮:১৭:৪৫ প্রিন্ট সংস্করণ
লক্ষীপুর প্রতিনিধি: রোটারি ইন্টারন্যাশনাল এর নতুন বছর রোটারি ইয়ার ২০২০-২১ কে স্বাগত জানিয়ে বাংলাদেশের ডিস্ট্রিক্ট ৩২৮২ মুহুরী জোনের আওতায় হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেছে রোটারি ক্লাব অব লক্ষীপু বৃহস্পতিবার সকালে লক্ষীপুর কমলনগর উপজেলার কাদির পন্ডিতের হাট সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গনে ৪’শ পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়। রোটারি ক্লাব অব লক্ষীপু এর সভাপতি আসাদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন বাপ্পী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোটারি ক্লাব মুহুরী জোন কো-অডিনেটর আবু জোবায়ের মুন্না, চার্টার প্রেসিডেন্ট অধ্যক্ষ সালাউদ্দিন ভূঁইয়া, অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুর নবী সাইদী, বিশিষ্ট সমাজ সেবক আবুল কালাম আজাদ, পিপি নিজাম উদ্দিন মাহমুদ, আইপিপি রোটারিয়ান বেলায়েত হোসেন বেলাল, রোটারিয়ান ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ হাওলাদার, জেলা সেক্রেটারী রোটারিয়ান মীর শিব্বির আহাম্মদ, রোটারিয়ান এডভোকেট হোসেন আহাম্মদ শাহজাহান, রোটারিয়ান এডভোকেট মুহাম্মদ ইকরাম উদ্দিন পারভেজ, রোটারিয়ান এডভোকেট মুহাম্মদ মোর্শেদ আলম শিপন, রোটারিয়ান ফারুক আহাম্মেদ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রোটারি ক্লাব এর সদস্যগণ মানবতার জন্য কাজ করে যাচ্ছেন। বাংলাদেশে তাদের সেবার কাজ এগিয়ে যাচ্ছে। পোলিও নির্মূলে রোটারির ভূমিকা অন্যতম। বর্তমান মহামারী কোভিড-১৯ এ পিপিই, গ্যাস সিলিন্ডার, ভ্যান্টিলিটার, মাস্ক ও ত্রাণ বিতরণসহ ডাক্তার ও সাধারণ রোগিদের পাশে থেকে রোটারি ক্লাব নিরলস সেবা দিয়ে যাচ্ছেন। সভাপতি তার বক্তব্যে বলেন, রোটারি ক্লাব ল²ীপুর জেলায় অনেক সেবামূলক কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি।