প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৫ , ১:০১:২৭ প্রিন্ট সংস্করণ
টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে দুর্দান্ত ফর্মে ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্বাধীন পর্তুগাল। মঙ্গলবার (১৪ অক্টোবর) হাঙ্গেরির বিপক্ষে জয় পেলেই ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত হতে পারত উয়েফা নেশন্স লিগ চ্যাম্পিয়নদের। কিন্তু যোগ করা সময়ের গোলে সেই সুযোগ হাতছাড়া হলো — ফলে ম্যাচ শেষ হয়েছে ২-২ সমতায়। যদিও দল জিততে পারেনি, তবু ব্যক্তিগত অর্জনের তালিকায় নতুন মাইলফলক যোগ করেছেন রোনালদো। লিসবনের হোসে আলভালাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে পর্তুগালের দুটি গোলই এসেছে তার পা থেকে, যার মাধ্যমে তিনি বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নতুন ইতিহাস গড়েছেন।
ম্যাচের শুরুতেই ৮ মিনিটে হাঙ্গেরির কাছে গোল হজম করে পিছিয়ে পড়ে পর্তুগাল। তবে ২২ মিনিটে রোনালদোর নিখুঁত ফিনিশে সমতায় ফেরে স্বাগতিকরা। প্রথমার্ধের যোগ করা সময়ে আরেকটি গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এ দুটি গোলের মাধ্যমে বিশ্বকাপ বাছাইপর্বে তার গোলসংখ্যা দাঁড়ায় ৪১, যা গুয়াতেমালার কিংবদন্তি কার্লোস রুইজের (৪০ গোল) রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
রোনালদোর জন্য এটি ছিল বিশ্বকাপ বাছাইয়ের ৫১তম ম্যাচ, যেখানে তিনি গড়েছেন অসাধারণ গোলসংখ্যা। একই সঙ্গে পেশাদার ক্যারিয়ারে তার মোট গোল দাঁড়িয়েছে ৯৪৮, অর্থাৎ তিনি দ্রুত এগোচ্ছেন ১,০০০ গোলের স্বপ্নের মাইলফলকের দিকে। তবে ম্যাচের শেষ মুহূর্তে পর্তুগালের উৎসব থামিয়ে দেন হাঙ্গেরির ডমিনিক সোবোসলাই। যোগ করা সময়ের প্রথম মিনিটেই তার গোলে সমতায় ফেরে অতিথিরা, ফলে রবার্তো মার্টিনেজের দলের বিশ্বকাপ নিশ্চিত করার আনন্দ পেছাতে হলো অন্তত আরও এক মাসের জন্য।
‘এফ’ গ্রুপের পয়েন্ট তালিকায় ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পর্তুগাল। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে হাঙ্গেরি। অন্যদিকে আয়ারল্যান্ডের পয়েন্ট ৪ ও আর্মেনিয়ার ৩। নভেম্বর মাসে তাদের পরবর্তী ম্যাচেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার সুযোগ থাকবে রোনালদোদের সামনে। ৪০ বছর পেরিয়ে গেলেও রোনালদোর চোখ এখনো একই লক্ষ্যেই—২০২৬ বিশ্বকাপে আরেকবার ইতিহাস রচনার।

















