দেশজুড়ে

‘রোহিঙ্গা প্রত্যাবর্তনে মিয়ানমার আন্তরিক নয়’

  প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২০ , ৬:৫০:৫৬ প্রিন্ট সংস্করণ

সাভার (ঢাকা) প্রতিনিধি : বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা প্রত্যাবর্তনে মিয়ানমার আন্তরিক নয় এ জন্য রোহিঙ্গা প্রত্যাবর্তন সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। রোববার সকালে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসিতে) তৃতীয় পলিসি ডায়লগ অনুষ্ঠানে যোগ দিয়ে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এসময় আরও বলেন, মিয়ানমারে নির্যাতনের ঘটনায় কয়েক লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে কয়েক বছর হলো বার বার রোহিঙ্গা প্রত্যাবর্তনে মিয়ানমারের সাথে আলোচনা করলেও মিয়ানমার সহযোগীতা করছে না তাই প্রত্যাবর্তন সম্ভব হচ্ছে না। জোর করে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোও যাবে না। স্বেচ্ছায় যাতে রোহিঙ্গারা মিয়ানমারে ফিরতে পারে সেই কন্ডিশন মিয়ানমার তৈরি করবে জানিয়ে তিনি আরও বলেন, আন্তর্জাতিক ভাবে সরকার চেষ্টা করছে। সামনে যে মিয়ানমারে জাতীয় নির্বাচন আছে সেই নির্বাচনের পরে হয়ত রোহিঙ্গা প্রত্যাবর্তন হতে পারে। ভারত ও চীন লাদাখ সীমান্ত নিয়ে তাদের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে সেটা তাদের দ্বিপাক্ষিক ব্যাপার সুতরাং এ বিষয়ে কোন মন্তব্য করতে চাইনা। আমরা চাই উপমহাদেশে শান্তি বিরাজ করুক এবং শান্তি বিরাজ করছে সেটা সবার জন্য ভালো। কোভিড মোকাবেলায় বাংলাদেশের অর্থনীতি ধরে রাখায় এখন সরকারের মুল লক্ষ্য। অনুষ্ঠানে এসময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস ও মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুলসহ বিভিন্ন মন্ত্রণালয়ের বিশজন সিনিয়র সচিব অংশ গ্রহণ করেন।

আরও খবর

Sponsered content