দেশজুড়ে

লংগদুতে গণ-সংবর্ধনা পেলেন ডাকসুর জিএস ফরহাদ

  প্রতিনিধি ৮ অক্টোবর ২০২৫ , ৮:১০:০০ প্রিন্ট সংস্করণ

লংগদুতে গণ-সংবর্ধনা পেলেন ডাকসুর জিএস ফরহাদ

রাঙ্গামাটির লংগদুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু)র নব নির্বাচিত জি,এস  এস এম ফরহাদ এর আগমনে উপজেলাবাসীর গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

৮ অক্টোবর (বুধবার) বিকাল তিনটায় উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে লংগদু উপজেলার সর্বস্তরের জনতার আয়োজনে এই গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। লংগদু উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ নাছির উদ্দীনের সভাপতিত্বে এবং লংগদু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও মাইনীমুখ হাইস্কুলে সহকারী প্রধান শিক্ষক তাজ মাহমুদ এর সঞ্চালনায় গণসংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু)র জিএস এস এম ফরহাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য মিনহাজ মুরশিদ,  ডাকসু’র নব নির্বাচিত জিএস এস এম ফরহাদ এর গর্বিত পিতা ও গাঁথাছড়া কমপ্লেক্সের সুপার হাফেজ মাওলানা ফোরকান আহমেদ,  রাঙ্গামাটি জেলা ছাত্র শিবির সভাপতি রবিউল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি হাফেজ আবদুল মতিন সহ প্রমুখ। 

এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন লংগদু প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এখলাস মিয়া খান,  জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা আমিনুর রশীদ, প্রেসক্লাব সভাপতি এবিএস মামুন,  এনসিপি প্রতিনিধি মীর শাহ আলম চৌধুরী, সনাতন ধর্মালম্বী প্রতিনিধি ঝন্টু বসাক,  ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের প্রতিনিধি রবি রঞ্জন চাকমা সহ উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এর আগে উপজেলার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ঢাবির ছাত্র সংসদের জি এস কে ফুল দিয়ে বরণ করে নেন। 

গণ সংবর্ধনা ডাকসুর জিএস লংগদুবাসীর উদ্দেশ্যে বলেন, এখানে আমার  সম্মানীত শিক্ষক, মুরব্বিগণ ও শৈশবের সহপাঠী রয়েছেন, সকলের প্রতি অনুরোধ আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মের জন্য দলমত নির্বিশেষে একটি সুন্দর পরিবেশ তৈরি করুন এবং আপনার সন্তানকে শিক্ষিত করে গড়ে তুলুন। আমার এতটুকু উঠে আসা খুব সহজ ছিল না।

এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখা করেছি, যা ঢাকা শহর থেকে প্রায় চারশত কিলোমিটার দুরে অবস্থিত। যেখানে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা শিক্ষকদের জন্য বড় চ্যালেঞ্জ। সেখানে ছাত্রছাত্রীদের অধ্যয়ন নিশ্চিত করা এবং অন্যান্য সেবা দেওয়া অত্যন্ত কঠিন।

এ দুর্গম ও প্রত্যন্ত  এলাকা থেকে এবারের ডাকসু নির্বাচনে আমি সর্বমিত্র চাকমা, সাদিক কায়েম ও হেমা চাকমা রয়েছে, যারা প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা। রাষ্ট্র থেকে সাপোর্ট পেলে এই পার্বত্য অঞ্চল থেকে আরও অনেক শিক্ষার্থী উঠে আসবে যারা ভবিষ্যতে উপজেলা, জেলা নয় শুধু দেশ ও জাতিকে নেতৃত্ব দিবে।”

আরও খবর

Sponsered content