দেশজুড়ে

লংগদুতে জাতীয়তাবাদী মৎস্য জীবি দলের সম্মেলন অনুষ্ঠিত

  প্রতিনিধি ৫ ডিসেম্বর ২০২৪ , ৪:১৮:৩৯ প্রিন্ট সংস্করণ

লংগদুতে জাতীয়তাবাদী মৎস্য জীবি দলের সম্মেলন অনুষ্ঠিত

পাবর্ত্য জেলা রাঙ্গামাটির দূর্গম লংগদুতে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। 

৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল এগারোটায় উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্য জীবি দল লংগদু উপজেলা শাখার সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় ও লংগদু উপজেলা মৎস্যজীবি দলের আহবায়ক মোঃ জহির উদ্দিনের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা মৎস্য জীবি দলের সদস্য সচিব ফনিন্দ্র চাকমা।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু নাছির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন, লংগদু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ। 

এসময়ে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের নতুন পূর্ণাঙ্গ লংগদু উপজেলা কমিটি গঠন করার জন্য একটি ৫ (পাঁচ) সদস্য  বিশিষ্ট কমিটি ঘোষনা করেন।

 কমিটি নিম্নরূপ :

সভাপতি : মো. জহির উদ্দিন

সহ-সভাপতি : মো. আরশাদ আলী। 

সাধারণ সম্পাদক :   জাহাঙ্গীর আলম। 

যুগ্ম সাধারণ সম্পাদক : রবিউল ইসলাম। 

সাংগঠনিক সম্পাদক : নুর মোহাম্মদ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,  বিগত সাড়ে ষোলটি বছরের মধ্যে আমরা আমাদের দলীয় নেতাকর্মীদের নিয়ে দলের কাজ করতে পারিনি। ফ্যাসিবাদ সরকারের জুলুম নির্যাতনের মম্য দিয়ে পাড়ি দিতে হয়েছে। আগামীতে তারেক জিয়ার নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ গড়তে সকরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি। 

আরও খবর

Sponsered content