দেশজুড়ে

লংগদুতে তিন ব্যবসায়ীকে ছয় হাজার টাকা অর্থদণ্ড

  প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৫ , ৫:২৩:২৭ প্রিন্ট সংস্করণ

লংগদুতে তিন ব্যবসায়ীকে ছয় হাজার টাকা অর্থদণ্ড

রাঙ্গামাটির লংগদুতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার ও পরিবেশ সংরক্ষণ আইনের আওতায় তিন ব্যবসায়ীকে ছয় হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। 

আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুরে লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন এই অভিযান পরিচালনা করেন।  

এসময় উপজেলা সদরের দুটি মুদিমালের দোকানে অভিযান পরিচালনা করে মূল্য তালিকায় হালনাগাদ তথ্য ও পণ্যের গুণগত মানে চক্রটি পাওয়ায় পরিবেশ সংরক্ষণ আইনের আওতায় এক হাজার টাকা করে এবং একটি খাবারে হোটেলকে খাবারের গুনগত মানের ক্রটি ও পরিমাপে কমে এর জন্য ভোক্তা অধিকার আইনে চার হাজার টাকা জরিমানা করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন এসআই নিউটন সহ লংগদু থানার পুলিশ সদস্যগণ।

উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন বলেন, ভোক্তাদের নিরাপদ খাবার ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে আমরা নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করছ এতে ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বেড়েছে, মেয়াদহীন পন্য সামগ্রী বিক্রি বন্ধ হচ্ছে, পরিস্কার পরিচ্ছন্নতার মানও  বৃদ্ধি পেয়েছে। তিনি আরও জানান,  এ অভিযান কার্যক্রম রুটিনমাফিক অব্যহত থাকবে। 

আরও খবর

Sponsered content