দেশজুড়ে

 লংগদুতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

  প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৩ , ৮:১১:২৭ প্রিন্ট সংস্করণ

লংগদুতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

লংগদুতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কাপ্তাই লেকের পানিতে নিখোঁজ ছামাদুল হকের লাশ ১০ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। 

২৪ সেপ্টেম্বর (রবিবার) ভোর ৫.০০ঘটিকায় বাইট্টাপাড়া ৩৮ আনসার ব্যাটালিয়নর অধিনায়ক এএসএম আজিম উদ্দিন এর নেতৃত্বে, ৬নং মাইনীমুখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন (কমল) ও স্থানীয় জেলে মোঃ আলী আরশাদ এর সাহসী ভুমিকায় 

নিখোঁজ ছামাদুল হককে উদ্ধার করা হয়।

স্থানীয় জেলে মোঃ আলী আরশাদ এর সাহসী ভূমিকার জন্য ৩৮ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক তাকে আর্থিক পুরস্কার দেয়ার ঘোষণা দেন এবং ৬নং মাইনীমূখ ইউপি চেয়ারম্যানের মানবিকতায় মুগ্ধ হয়ে তাঁকে সম্মাননা স্মারক দেয়ার ও ঘোষণা দেন ব্যাটালিয়ন অধিনায়ক।

এছাড়াও গুরুতর আহত মোঃ মামুনের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সার্বক্ষনিক খোঁজ-খবর রাখছেন বলে জানান ব্যাটালিয়ন অধিনায়ক এএসএম আজিম উদদীন। 

উল্লেখ্য যে শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাইনীমূখ-গাঁথাছড়া ব্রিজের পাশে বৈদ্যুতিক তারের সাথে স্পৃষ্ট হয়ে ২জন আহত এবং ১জন পানিতে পড়ে নিখোঁজ অবস্থায় ছিল। দীর্ঘ ১০ ঘন্টা পর স্থানীয় জেলে মোঃ আলী আরশাদ নদীর তলা থেকে ছামাদুল হকের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।