প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২৪ , ৭:৪৪:২৫ প্রিন্ট সংস্করণ
রাঙ্গামাটির লংগদুতে উপজেলা পর্যায়ে রাঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪’ উপলক্ষে গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কফিল উদ্দিন মাহমুদ ও উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম.কে ইমাম উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে উপজেলার প্রাথমিক পর্যায়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা,শ্রেষ্ঠ সহকারী শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষিকা, শ্রেষ্ঠ কাব শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের নাম প্রকাশ কালো এ ঘোষণা দেন।
জানা যায়, মো. জাহাঙ্গীর আলম এবার তৃতীয়বারের মতো উপজেলার শ্রেষ্ঠ শিক্ষকের গৌরব অর্জন করেন। এর আগে তিনি ২০১৯ ও ২০২৪ সালেও উপজেলার শ্রেষ্ট প্রদান শিক্ষক নির্বাচিত হন। জাহাঙ্গীর আলম উপজেলার ৩নং গুলশাখালী ইউনিয়নে বাসিন্দা মৃত বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ও ছকিনা বেগমের পুত্র।
শিক্ষা জীবনে লংগদু সরকারি উচ্চ বিদ্যালয হতে ১৯৯৬ সালে এসএসসি, রাঙ্গামাটি সরকারি বিশ্ব বিদ্যালয় থেকে ১৯৯৮ সালে এইচএসসি, ২০০০ সালে স্নাতক ডিগ্রী ও ২০০২ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ২০০৩ সালে রাঙ্গামাটি জেলা পরিষদের হস্তান্তরিত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে চাকুরীতে যোগদান করেন এবং ২০১১ সালে সহকারী শিক্ষক হতে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পেয়ে বর্তমানে উপজেলা বগাচতর ইউনিয়নেররাঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে নানাবিধ উদ্যোগ গ্রহণের মাধ্যমে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।