দেশজুড়ে

লংগদুতে রেডক্রিসেন্টের ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত

  প্রতিনিধি ৯ অক্টোবর ২০২৪ , ৩:৫১:০৯ প্রিন্ট সংস্করণ

লংগদুতে রেডক্রিসেন্টের ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত

রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদুতে পাহাড়ি-বাঙ্গালী ৪০০ পরিববারের মাঝে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি কর্তৃত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

৯ অক্টোবর (বুধবার) সকাল ১০ ঘটিকায লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকায় আকস্মিক বন্যায় উপজেরলার বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্থ পাহাড়ি বাঙ্গালী ৪০০ পরিবারের সদস্যদের মাঝে এই খাদ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী হিসেবে ছিল জনপ্রতি  চাউল (সিদ্ধ) সাড়ে সাত কেজি, মসুর ডাল এক কেজি, চিনি এক কেজি, লবণ এক কেজি, সয়াবিন তৈল এক লিটার ও সুজি পাঁচশত গ্রাম।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাঙ্গামাটির ইউনিট অফিসার রাসেল বণিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোঃ কফিল উদ্দীন মাহমুদ। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আটারকছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু অজয় মিত্র চাকমা, গুলশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, বগাচতর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল বশর, লংগদু উপজেলা তাঁতী দলের সভাপতি এমএ হালিমসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হেডম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রেডক্রিসেন্ট সোসাইটি জেলা ও উপজেলার নেতৃবৃন্দ এবং বন্যায় ক্ষতিগ্রস্থ পাহাড়ি বাঙ্গালী পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। 

আরও খবর

Sponsered content