দেশজুড়ে

লংগদুতে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা

  প্রতিনিধি ২ নভেম্বর ২০২৪ , ৪:১১:০৮ প্রিন্ট সংস্করণ

লংগদুতে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা

“সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ ” শ্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটির লংগদুতে জাতীয় সমবায় দিবস ২০২৪ পালিত হয়েছে। 

২ নভেম্বর (শনিবার)  সকাল সকাল সাড়ে এগারোটায় পার্বত্য জেলা রাঙ্গামাটির দূর্গম লংগদুতে  ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায় পাতা  উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের  সূচনা করেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোঃ কফিল উদ্দিন মাহমুদ। পরে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার মিজানুর রহমান।

 লংগদু উপজেলা ট্রাক মালিক সমবায় সমিতির যুগ্ম সম্পাদক এমএ হালিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসে সহঃ পরিদর্শক নুর মোহাম্মদ।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোঃ কফিল উদ্দিন মাহমুদ।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  উপজেলা মৎস্য অফিসার মোঃ তানবীর আহমেদ, উপজেলা যু্ব উন্নয়ন অফিসার মোঃ আব্বছ উদ্দিন মিঝি ও উপজেলার একাডেমিক সুপারভাইজার মোঃ শওকত আকবরসহ প্রমূখ্য উপস্থিত ছিলেন। 

এসময়ে বক্তব্য রাখেন, লংগদু উপজেলা কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আমীরে জামায়াত মাওলানা  মোঃ নাছির উদ্দীন ও বেল সদক সমবায় সমিতির তাপস চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিল উদ্দিন মাহমুদ বলেন, মানুষের অর্থনৈতিক উন্নয়নে সমবায়ের গুরুত্ব অপরিসীম।  আমরা যদি সমাজের দিকে তাকাই,  তাহলে দেখতে পাই কৃষি, মৎস্য, ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে মানুষের অর্থনৈতিক উন্নয়নে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

আরও খবর

Sponsered content