বাংলাদেশ

লকডাউনের ২১ দিন পর খুলল পূর্ব রাজাবাজার

  প্রতিনিধি ১ জুলাই ২০২০ , ১১:৪৭:৪২ প্রিন্ট সংস্করণ

টানা ২১ দিন লকডাউনের পর মঙ্গলবার (৩০ জুন) রাতে খুলে দেওয়া হয়েছে রাজধানীর পূর্ব রাজাবাজার। তবে চলাচলে নিয়ন্ত্রণ থাকবে। মানতে হবে স্বাস্থ্যবিধিও।

এক ভিডিও বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

তিনি জানান, আজ থেকে আবারো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন রাজাবাজারের বাসিন্দারা।

করোনাভাইরাস সংক্রমণ রোধে গত ১০ জুন থেকে ১৪ দিনের জন্য পূর্ব রাজাবাজারে পরীক্ষামূলক লকডাউন শুরু হয়।

পরে আরও সাতদিন লকডাউনের মেয়াদ বাড়ানো হয়।

আরও খবর

Sponsered content