বিনোদন

লকডাউন শেষের অপেক্ষায় মিমির ‘রুম নাম্বার ৪০৪’

  প্রতিনিধি ১০ মে ২০২০ , ১:৫৩:১১ প্রিন্ট সংস্করণ

দেশীয় শোবিজের জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমি। অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও তার খ্যাতি রয়েছে। এ বছরের শুরুতে  ‘রুম নাম্বার ৪০৪’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন মিমি।

 করোনারভাইরাসের জন্য স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রর মুক্তি পিছিয়ে যায়। লকডাউনের শেষ হলেই এটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
আফসানা মিমি জানিয়েছেন, ব্যক্তিগত ব্যস্ততার জন্য নির্মাণের কাজ থেকে দূরে ছিলেন তিনি। স্বল্পদৈর্ঘ্যটির গল্প নিয়ে এখনই কিছু বলতে চান না।
দীর্ঘদিন পর আবারও  বড় পর্দায় ফিরতে যাচ্ছেন এই অভিনেত্রী। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘পাপ-পূণ্য’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।     
নব্বইয়ের দরশকে ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তা পান মিমি। তার অভিনীত বন্ধন,  ডল’স হাউজ, কাছের মানুষ,  মনের কথা,  জীবন যে রকম, কথা দিলাম,  সেই তুমি, বেদনার রং নীল,  নক্ষত্রের রাত, ইতি তোমার আমি, অতিক্রম নাটকগুলো অন্যতম।