প্রতিনিধি ২১ এপ্রিল ২০২০ , ৮:১৫:১০ প্রিন্ট সংস্করণ
জাহাঙ্গীর লিটন, লক্ষীপুর : বর্তমান করোনা পরিস্থিতিতে লীপুর–৩ (সদর) আসনের সংসদ সদস্য এবং সাবেক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামালের পক্ষ থেকে সদর এলাকার দরিদ্র পরিবারের জন্য সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। ২১ এপ্রিল মঙ্গলবার সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে হতদরিদ্র মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়। এ নিয়ে গত ১৭ দিনে সদরের ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার অসহায় ও দুস্থ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হলো।
লক্ষীপুরে প্রথম কোনো জনপ্রতিনিধির পক্ষ থেকে বরাদ্দকৃত খাদ্যসামগ্রী অসহায় মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন তার এপিএস ও সাবেক জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক বায়েজীদ ভূঁইয়া। মোট সাড়ে ১০ হাজার অসহায়, দ্স্থু, গরীব ও দিন মজুরদের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে বলে জানান তিনি।
এছাড়াও হটলাইনে ফোন পেলে বাড়ি বাড়ি পোঁছে যাচ্ছে খাদ্য সামগ্রী। ঘরে থাকা অসহায় এ সব মানুষের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বায়েজীদ ভূঁইয়া ।