দেশজুড়ে

লক্ষীপুরে করোনা রোগী বেড়ে ৩৭

  প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২০ , ৫:০৭:১১ প্রিন্ট সংস্করণ

লক্ষীপুর প্রতিনিধি : লক্ষীপুর আরো ৩জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়ছেনে আক্রান্ত ৩জনের মধ্যে দুইজন সদর একজন কমলনগর উপজেলার বাসিন্দা নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭জনে

২৯ এপ্রিল বুধবার সকালে লক্ষীপুর সিভিল সার্জন কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয় পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত ৩৭জন শনাক্ত রোগীর মধ্যে রামগঞ্জে ১৬জন, সদরে ১২জন (সদরের একজন ঢাকা থেকে আগত), কমলনগরে ৫জন রামগতি উপজেলায় ৪জন রয়েছেন

জেলা সিভিল সার্জন ডা. আবদুল গফফার জানান, চট্টগ্রাম ভেটেরিনারী এন্ড এনিম্যাল সাইন্স ইউনিভার্সিটি থেকে জেলার ৪৮জনের নমুণার রেজাল্ট এসেছে এর মধ্যে নেগেটিভ ৪৬জন পজেটিভ ২জন এছাড়া চট্টগ্রামের বিআইটিআইডি থেকে জেলার ৬১জনের নমুণার রেজাল্ট এসেছে এর মধ্যে নেগেটিভ ৬০জন পজেটিভ ১জন

এখন পর্যন্ত জেলায় মোট সংগ্রহকৃত নমুনার সংখ্যা ৯৯০ সেখান থেকে পর্যন্ত ৭৫৮জনের ফলাফল জেলা স্বাস্থ্য বিভাগের কাছে আসে প্রাপ্ত ফলাফলে ৭২২জন নেগেটিভ এবং ৩৭জন পজিটিভ বাকী ২৩২জনের নমুনা ফলাফলের অপেক্ষায় রয়েছে

আরও খবর

Sponsered content