প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২০ , ৫:০৭:১১ প্রিন্ট সংস্করণ
লক্ষীপুর প্রতিনিধি : লক্ষীপুর আরো ৩জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়ছেনে। আক্রান্ত ৩জনের মধ্যে দুইজন সদর ও একজন কমলনগর উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭জনে।
২৯ এপ্রিল বুধবার সকালে লক্ষীপুর সিভিল সার্জন কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত ৩৭জন শনাক্ত রোগীর মধ্যে রামগঞ্জে ১৬জন, সদরে ১২জন (সদরের একজন ঢাকা থেকে আগত), কমলনগরে ৫জন ও রামগতি উপজেলায় ৪জন রয়েছেন।
জেলা সিভিল সার্জন ডা. আবদুল গফফার জানান, চট্টগ্রাম ভেটেরিনারী এন্ড এনিম্যাল সাইন্স ইউনিভার্সিটি থেকে জেলার ৪৮জনের নমুণার রেজাল্ট এসেছে। এর মধ্যে নেগেটিভ ৪৬জন ও পজেটিভ ২জন। এছাড়া চট্টগ্রামের বিআইটিআইডি থেকে জেলার ৬১জনের নমুণার রেজাল্ট এসেছে। এর মধ্যে নেগেটিভ ৬০জন ও পজেটিভ ১জন।
এখন পর্যন্ত জেলায় মোট সংগ্রহকৃত নমুনার সংখ্যা ৯৯০। সেখান থেকে এ পর্যন্ত ৭৫৮জনের ফলাফল জেলা স্বাস্থ্য বিভাগের কাছে আসে। প্রাপ্ত ফলাফলে ৭২২জন নেগেটিভ এবং ৩৭জন পজিটিভ। বাকী ২৩২জনের নমুনা ফলাফলের অপেক্ষায় রয়েছে।