প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২০ , ৩:৫৩:৪৬ প্রিন্ট সংস্করণ
জাহাঙ্গীর লিটন, লক্ষীপুর : করোনার ভাইরাসের প্রাদুর্ভাবে লক্ষীপুরে কর্মহীন হয়ে পড়ছে শ্রমজীবি মানুষ। সেই সব কর্মহীন, দুস্থ, দিনমজুর ও অসহায় মানুষের খাদ্য সংকট লাঘবে লক্ষীপুরে–৩ (সদর) আসনের সাংসদ এ.কে.এম.শাহজাহান কামালের পক্ষে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম চলছে। পরিস্থিতির শুরু থেকে টানা ৩ সপ্তাহ (২১ দিন) ১৬৫০০ পরিবারের মাঝে এ উপহার বিতরণ করা হযেছে।
ধারাবাহিক খাদ্য সহায়তা কর্মস‚চীর অংশ হিসেবে ৩০ এপ্রিল বৃহস্পতিবার সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় আরও ৪০০ জন কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে সাবেক বিমানমন্ত্রী একেএম শাহজাহান কামাল এমপি’র পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা করা হয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান এমপি শাহজাহান কামাল। খাদ্য সহায়তার পাশাপাশি পবিত্র রমজান মাসের শুরু চিড়া, মুড়ি, চনাবুটসহ ইফতারসামগ্রী।
স্থানীয় হতদরিদ্র কর্মহীন পরিবারের জন্য সাংসদ শাহজাহান কামালের এ খাদ্য সহায়তাম‚লক উপহার ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন তাঁর ব্যক্তিগত সহকারী বায়েজীদ ভূইয়া। সদরের প্রতিটি ইউয়িন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডের হতদরিদ্র প্রায় ১৬ হাজার ৮শ পরিবারের মাঝে এখন পর্যন্ত এসব খাদ্য সহায়তা দেয়া হয় বলেও জানান তিনি।
এছাড়াও অনেকে লজ্জায় প্রকাশ্য চাইতে অপারগ হওয়ায় নিজস্ব হটলাইনে ফোন এর মাধ্যমে তাদের চাহিদা জানা হয়। আর এই হটলাইনের মাধ্যমে আড়াই’শত মধ্যবিত্ত পরিবারের জন্যও বাড়ি বাড়ি পোঁছে দেওয়া হয়েছে খাদ্যসামগ্রী।
এসব খাদ্য সহায়তা দেওয়ার বিষয়ে বায়েজিদ ভূইয়া বলেন, ‘চলমান এ খাদ্য সহায়তা পুরো রমযান মাসেও অব্যাহত থাকবে।’
জানতে চাইলে সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল জানান, তাঁর এলাকার এ মহামারির দুঃসময়ে তিনি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কাউকে না খেয়ে মরতে দিবেন না মর্মে এ কার্যক্রম গ্রহণ করেন। তার ব্যাক্তিগত তহবিল থেকে এ খাদ্য সহায়তার খরচ বহন করা হচ্ছে বলে জানান তিনি। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।