চট্টগ্রাম

লক্ষীপুরে বিএনপির ১২ নেতাকর্মী গ্রেফতার

  প্রতিনিধি ২০ জুলাই ২০২৩ , ৭:৫১:৪৭ প্রিন্ট সংস্করণ

লক্ষীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে নাশকতা ও সহিংসতার মামলায় বিএনপির ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার(২০ জুলাই) সন্ধ্যায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় একাধিক অভিযান করে তাদের গ্রেফতার করা হয়। তবে গ্রেফতারকৃতদের নাম পরিচয় জানায়নি পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। 

এসময় তিনি জানান, ১৮ জুলাই বিএনপি পদযাত্রা কর্মসূচী পালনকালে লক্ষ্মীপুরে নাশকতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনা ঘটে। এসব ঘটনায় বুধবার রাতে সদর থানায় পৃথক চারটি মামলা দায়ের হয়। এসব মামলায় সাড়ে ৩ হাজার জনকে অভিযুক্ত করা হয়। মামলার আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও খবর

Sponsered content