চট্টগ্রাম

লক্ষীপুরে মুক্তিযোদ্ধার স্মৃতিচারন ও বই বিতরণ

  প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর ২০২০ , ৬:৫৯:৪৫ প্রিন্ট সংস্করণ

লক্ষীপুর প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জম্মবার্ষিকী উপলক্ষে লক্ষীপুরে মুক্তিযোদ্ধার স্মৃতিচারন ও বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের একটি রেস্তরায় আমরা ক’জন মুজিব সেনা সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে সংগঠনটির জেলা সমন্নয়কারী কবি মুজতবা আল মামুনের সভাপতিত্বে সাবেক ছাত্রলীগ নেতা আবু তালেব হালানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সংগঠনটির প্রতিষ্ঠাতা জসিম উদ্দিন আহমেদ। অতিথি হিসেবে আরো ছিলেন, মুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার চৌধুরী, জেলা কমান্ডার মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা আবুল খায়ের, আমির হোসেন, সাবেক জেলা ছাত্রলীগ নেতা নুরুল আজিম বাবর, আব্দুল জব্বার লাভলু, সোহাগ পাটওয়ারী, আমজাদ হোসেন আজিম প্রমুখ। পরে অতিথিবৃন্দ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের স্মৃতিগাঁথা বিষয়ক বই বিতরন করেন।

আরও খবর

Sponsered content