প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২২ , ৬:১৮:৫৩ প্রিন্ট সংস্করণ
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা ষ্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার ভবানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে রায়পুর উপজেলার উত্তর কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। অপরদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার চর রমনীমোহন আবদুল গোফরান সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে রায়পুর উপজেলার চর কাচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিতদের মাঝে ট্রফি ও পুরষ্কার তুলে দেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মুনছুর আলী চৌধুরী।