দেশজুড়ে

লক্ষ্মীপুরে বিশেষ অভিযানে ৩০ মামলার আসামি গ্রেপ্তার

  লক্ষ্মীপুর (চন্দ্রগঞ্জ) প্রতিনিধি ৩ নভেম্বর ২০২৫ , ৭:২২:৫০ প্রিন্ট সংস্করণ

লক্ষ্মীপুরে বিশেষ অভিযানে ৩০ মামলার আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে ৩০টিরও বেশি মামলার পলাতক আসামি আবুল বাশার ওরফে বাশার ডাকাত (৪৮) কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মান্দারী ইউনিয়নের মটবী গ্রামের মন্ত্রী পাটোয়ারী বাড়ির মৃত আবদুর রবের ছেলে।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফয়জুল আজিম (নোমান) সোমবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে জানান, গ্রেপ্তারকৃত বাশারের বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও অস্ত্র আইনে ৩০টিরও বেশি মামলা রয়েছে।

ওসি ফয়জুল আজিম বলেন, সারা দেশে পুলিশের বিশেষ অভিযান চলছে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (অতি: পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা এবং লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন মহোদয়ের দিকনির্দেশনায় চন্দ্রগঞ্জ থানা পুলিশ মাঠে কাজ করছে। বিশেষ করে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং ও অস্ত্রধারী সন্ত্রাসীদের দৌরাত্ম্য রোধে আমরা সর্বদা তৎপর।

তিনি আরও বলেন, চন্দ্রগঞ্জ থানা এলাকা অপরাধমুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় আমরা কোনোভাবেই আপসহীন।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বাশার ডাকাত এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিলেন। তার গ্রেপ্তারের খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি নেমে এসেছে।

আরও খবর

Sponsered content