চট্টগ্রাম

লক্ষ্মীপুরে বিশ্ব দুগ্ধ দিবস-উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

  প্রতিনিধি ১ জুন ২০২৩ , ৬:৩৪:৫৯ প্রিন্ট সংস্করণ

লক্ষ্মীপুর প্রতিনিধি:

টেকশই দুগ্ধ শিল্প, সুস্থ মানুষ সবুজ পৃথিবী এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লক্ষ্মীপুর ”বিশ্ব দুগ্ধ দিবস” পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার  সকালে জেলা প্রাণী সম্পদ দপ্তরের কার্যালয় থেকে একটি র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে। পরে সদর উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোশারাফ হোসেনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নুর-এ আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা মাহমুদা সুলতানা, সমাজকর্মী জাকির হোসেন ভূইয়া আজাদ প্রমুখ ।