দেশজুড়ে

লক্ষ্মীপুরে সমাজ সেবার উপকারভোগীদের উন্নীত সংক্রান্ত সেমিনার

  প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২০ , ৫:০১:৫৬ প্রিন্ট সংস্করণ

লক্ষ্মীপুর প্রতিনিধি:

সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা সমূহের ডিজিলাইটেশন এবং উপকার ভোগীদের কাভারেজ শতভাগ উন্নীত সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা সমাজ সেবা অধিদপ্তর। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল এর সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদা আক্তার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুর রহমান প্রমুখ। সেমিনারে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সচিব, ও সমাজ সেবা অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা সামাজিক ও নিরাপত্তা কর্মসূচির ভাতা সমূহের ডিজিলাইটেশন এবং উপকার ভোগীদের কাভারেজ শতভাগে উন্নীত করতে উপস্থিত সকলের সহযোগীতা কামনা করা হয়।