রাজশাহী

লালপুরে অনূর্ধ্ব-১৭ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরষ্কার বিতরণ

  প্রতিনিধি ১ জুন ২০২১ , ৮:০০:১৮ প্রিন্ট সংস্করণ

নাহিদ হোসেন, লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে অনূর্ধ্ব-১৭ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নর্থ বেঙ্গল সুগার মিলস উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় গোপালপুর পৌরসভা একাদশ বনাম লালপুর ইউনিয়ন একাদশ অংশগ্রহণ করে।

খেলায় গোপালপুর পৌরসভা একাদশ লালপুর ইউনিয়ন একাদশকে ১-০ গোলে পরাজিত করে জয় লাভ করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) শাম্মী আক্তার, গোপালপুর পৌর মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি, পৌর আওয়ামীলীগ সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক রোকনুল ইসলাম লুলু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনিসুজ্জামান বাবু প্রমুখ।

আরও খবর

Sponsered content