প্রতিনিধি ৬ নভেম্বর ২০২৩ , ৩:৪৩:৫৯ প্রিন্ট সংস্করণ
নাটোরের লালপুরে বিএনপি জামাত সহ বিরোধী দলের দ্বিতীয় দফার অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল মোটরসাইকেল শোডাউন করেছেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
রবিবার (০৫ নভেম্বর) লালপুর উপজেলার বিভিন্ন সড়কে তার নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন হয়। এ সময় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আ স ম মাহামুদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়, আওয়ামীলীগ নেতা এ্যাডঃ আলাউদ্দিন আলাল, রোকোনুল ইসলাম, তোহিদুল ইসলাম বাঘা সহ উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় শহিদুল ইসলাম বকুল বলেন, লালপুরে কোথাও বিএনপি জামাত কে বের হতে দেওয়া হবে না।যেখানে নাশকতার চেষ্টা করবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।