প্রতিনিধি ৩ জুন ২০২৫ , ৪:০৪:১৪ প্রিন্ট সংস্করণ
নাটোরের লালপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে গোপালপুর পৌরসভায় ৩০৮০ টি পরিবারের মাঝে এই ভিজিএফের চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান, সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাদ আহম্মেদ শিবলী। এছাড়াও লালপুর, বিলমাড়িয়া, দুড়দুড়িয়া ও ওয়ালিয়া ইউনিয়নে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লালপুর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ, বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, দুড়দুড়িয়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী, লালপুর ইউপির ওয়ার্ড সদস্য রাশেদুল ইসলাম প্রমুখ।