দেশজুড়ে

লালপুরে করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে আলোচনা সভা 

  প্রতিনিধি ২০ এপ্রিল ২০২০ , ৭:১০:৪১ প্রিন্ট সংস্করণ

লালপুর(নাটোর) প্রতিনিধি : করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে লালপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোরের জেলা প্রশাসক শাহারিয়াজ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক শরীফুন্নেছা, লালপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, লালপুর থানার ওসি (তদন্ত) মনোয়ার হোসেন, গোপালপুর পৌরসভা মেয়র নজরুল ইসলাম মোলাম, ঈরশ্বদী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়, চংধুপইল ইউনিয়নের চেয়ারম্যান আবু আল বেলাল, কদিমচিলান ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা প্রমুখ।
 

আরও খবর

Sponsered content