প্রতিনিধি ৪ মে ২০২৪ , ৩:৪৪:১৫ প্রিন্ট সংস্করণ
নাটোরের লালপুরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহাতা (ভর্তুকি) কার্যক্রমের আওতায় কৃষি যন্ত্রপাতি হিসেবে ২ জন কৃষকের মাঝে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মেহেদী হাসান, প্রথম আলোর নাটোর জেলা প্রতিনিধি মুক্তার হোসেন, গোপালপুর পৌর যুবলীগের সভাপতি নাজমুল হোসেন, আওয়ামী লীগ নেতা ফিরোজ আর হক ভূঁইয়া প্রমুখ।
ভর্তুকি মূল্যে মেশিন পাওয়া ওই দুই কৃষক হলেন, উপজেলার গোপালপুর পৌর সভার চকনাজিরপুর গ্রামের ইউনুছ আলীর ছেলে নাজমুল হক ও ২নং ঈশ্বরদী ইউনিয়নের নূরুল্লাপুর গ্রামের মৃত এলাহী প্রামাণিকের ছেলে মাহাবুবুল আলম।