দেশজুড়ে

লালপুরে চাঁদাবাজির প্রতিবাদে সংবাদ সম্মেলন

  প্রতিনিধি ১২ জুন ২০২৫ , ৮:১৩:৩১ প্রিন্ট সংস্করণ

লালপুরে চাঁদাবাজির প্রতিবাদে সংবাদ সম্মেলন

নাটোরের লালপুরে পদ্মা নদী এলাকায় বৈধ বালুঘাটে চাঁদাবাজির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মোল্লা ট্রেডার্স নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার লক্ষীপুর পদ্মা নদীর তীরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

চলতি মৌসুমে উপজেলার পদ্মা নদী এলাকার দিয়ার বাহাদুর মৌজায় ৯ কোটি ৬০ লাখ টাকা দিয়ে বৈধ বালি মহাল ইজারা নেন ওই ঠিকাদারি প্রতিষ্ঠানটি বলে জানা গেছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেহফুজ হক সোহাগ বলেন, ঈশ্বরদীর বিএনপির নেতা জাকারিয়া পিন্টু সহ তার ছোট ভাই মেহেদী প্রতিদিন ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে।

আমরা তা দিতে অস্বীকৃতি জানালে শুরু হয় ষড়যন্ত্র আমাদের নিরীহ শ্রমিক ও মাঝিদের মারধর, সাজানো অস্ত্র উদ্ধারের নাটক এবং মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টায় লিপ্ত হয় ওই চক্রটি। আমরা পিন্টু ও মেহেদী চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। এবিষয়ে বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।

আরও খবর

Sponsered content