প্রতিনিধি ৭ নভেম্বর ২০২৩ , ৬:৪৬:১৩ প্রিন্ট সংস্করণ
নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে ফিরোজা বেগম (৬০) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে আজিমনগর রেলওয়ে স্টেশনের গোপালপুর পৌর কেন্দ্রীয় গোরস্থান এলাকায় তিনি টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন।
আজ মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে নিয়ে যায় পরিবারের লোকজন। ফিরোজা বেগম উপজেলার গোপালপুর পৌরসভার ভুঁইয়াপাড়া গ্রামের ঝড় প্রামাণিকের মেয়ে।
নিহতের ভাতিজা বদিউর রহমান বদর জানান, তার ফুপু মানসিক ভারসাম্যহীন ছিলেন।
ঈশ্বরদী রেলওয়ে থানার উপ-পরিদর্শক হারুনুজ্জামান রোমেল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’