প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২১ , ৭:১৪:৩৮ প্রিন্ট সংস্করণ
লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে ১০ নং কদিমচিলান ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনছারুল ইসলামের গনসংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ১নং চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তার মন্ডলের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আজমল হোসেনের সঞ্চালনায় অন্যান্যেরর মধ্যে উপস্থিত ছিলেন থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি(একাংশের) এস্কেন্দার মির্জা, থানা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মীর আব্দুল মান্নান, ১নং সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তোহিদুল ইসলাম বাঘা, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শফিকুল ইসলাম শফি, সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মাষ্টার প্রমুখ।