প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২২ , ৫:২৮:৫০ প্রিন্ট সংস্করণ
লালপুর(নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ৪নং আড়বাব ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক ও পুরাতন চেয়ারম্যান ও সদস্যদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার (৯জানুয়ারি) দুপুরে উপজেলার ৪নং আড়বাব ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন পরিষদের সকল কর্মকর্তা ও কর্মচারীর আয়োজনে আড়বাব ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফজালুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ফজলুর রহমান সোনা মাষ্টার, ৪ নং আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগেরসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা,সাবেক ইউপি সদস্য কামরে আলম সরকারসহ আড়বাব ইউনিয়নের সকল কর্মকর্তা- কর্মচারী ও নব নির্বাচিত ইউপি সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ।আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে ফিতা কেটে অফিস কক্ষে প্রবেশ করেন নবনির্বাচিত চেয়ারম্যান মোখলেছুর রহমান।