প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২০ , ৬:০০:১২ প্রিন্ট সংস্করণ
লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা নারী উন্নয়ন ফোরাম ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়। অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি পারভীন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নীলা হাফিয়া। আরও উপস্থিত ছিলেন উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক শাহনাজ খাতুন, সহ সভাপতি আমেরন বেগম প্রমুখ।